August 24, 2025, 4:23 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা মহাসড়কে অপরিকল্পিত ইউ-টার্ন: দুর্ঘটনার বড় কারণ জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার হুকুমমতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকব না : সিইসি কুমিল্লার আসন পুনর্বিন্যাসের খসড়া গ্যাজেট নিয়ে গণশুনানি: উত্তপ্ত রাজনৈতিক ময়দান মাওয়া পদ্মার পারে যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দের ইলিশ ভোজ স্থানীয় স্বঘোষিত ন্যায়পাল ও সমাজে বিচারব্যবস্থার স্বচ্ছতার অভাব মেঘনা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাত-আটজন পালালেও ধরা পড়লো এক চাঁদাবাজ তৃণমূলের নেতৃত্বে স্থবিরতা: গণতন্ত্র ও নতুন নেতৃত্ব তৈরির সংকট

এক যুগ আগে নিখোঁজ সন্তান ভারত থেকে ফিরে এলেন মায়ের কোলে।

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : এক যুগ পূর্বে নিখোঁজ সন্তান টি ভারত থেকে ফিরে এলো মায়ের কোলে। ঘটনা টি কুমিল্লার মেঘনা উপজেলা লুটের ইউনিয়নের মোহাম্মদ পুর  গ্রামে ঘটে। ফিরে আসা যুবকের নাম শফিকুল ইসলাম ( মকবুল )। সে মোহাম্মদ পুর    গ্রামের  মুজিবুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়

 

প্রায় ১২বছর আগে  মকবুল নিখোঁজ হয়। বিভিন্ন মাধ্যমে শুনা     কিছু দুষ চক্র ব্যক্তিদের পাল্লায় পরে অবৈধ পথে কলকাতায় চলে যায়, সেখানে গিয়ে ঐ ব্যক্তিরা তাকে দিল্লি শহরে পাচার করে দেয়  । এর পর অনেক খুঁজাখুজি করে তার কোন হদিস না পেয়ে মুকবুলের পরিবার তার আশা ছেড়ে দেয়।   আকশ্মিক ২৯-০৬-২০১৯, রাতে তার এলাকায়, লুটেরচর ইউনিয়ন এসে তার বাড়ি খুঁজতে থাকে পরে এলাকার লোকজন তার সাথে কথা বলে চিনার পর তাকে তার বাড়িতে নিয়ে যায়। হারিয়ে যাওয়া সন্তান পেয়ে মায়ের বাধভাঙ্গা   আনন্দের জোয়ারে সবাই আনন্দিত। ছেলেটিকে দেখতে  মজিবুরের বাড়িতে উৎসুক  জনতার ভিড়। উল্লেখ্য      সে ১২ বছর ভারতের দিল্লিতে থাকার ফলে হিন্দি ভাষা বেশ আয়ত্তে নিয়ে আসছে। তাই এখন সে বাংলার চেয়ে হিন্দিতে কথাই বেশী বলে,,, বাংলায় কথা বলতে একটু আধটু সমস্যা হয়। মুকবুল ও নিজের মায়ের কোলে আসতে পেরে খুবই আনন্দিত। সে সকলের নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা