December 22, 2024, 11:36 am
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

এক যুগ আগে নিখোঁজ সন্তান ভারত থেকে ফিরে এলেন মায়ের কোলে।

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : এক যুগ পূর্বে নিখোঁজ সন্তান টি ভারত থেকে ফিরে এলো মায়ের কোলে। ঘটনা টি কুমিল্লার মেঘনা উপজেলা লুটের ইউনিয়নের মোহাম্মদ পুর  গ্রামে ঘটে। ফিরে আসা যুবকের নাম শফিকুল ইসলাম ( মকবুল )। সে মোহাম্মদ পুর    গ্রামের  মুজিবুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়

 

প্রায় ১২বছর আগে  মকবুল নিখোঁজ হয়। বিভিন্ন মাধ্যমে শুনা     কিছু দুষ চক্র ব্যক্তিদের পাল্লায় পরে অবৈধ পথে কলকাতায় চলে যায়, সেখানে গিয়ে ঐ ব্যক্তিরা তাকে দিল্লি শহরে পাচার করে দেয়  । এর পর অনেক খুঁজাখুজি করে তার কোন হদিস না পেয়ে মুকবুলের পরিবার তার আশা ছেড়ে দেয়।   আকশ্মিক ২৯-০৬-২০১৯, রাতে তার এলাকায়, লুটেরচর ইউনিয়ন এসে তার বাড়ি খুঁজতে থাকে পরে এলাকার লোকজন তার সাথে কথা বলে চিনার পর তাকে তার বাড়িতে নিয়ে যায়। হারিয়ে যাওয়া সন্তান পেয়ে মায়ের বাধভাঙ্গা   আনন্দের জোয়ারে সবাই আনন্দিত। ছেলেটিকে দেখতে  মজিবুরের বাড়িতে উৎসুক  জনতার ভিড়। উল্লেখ্য      সে ১২ বছর ভারতের দিল্লিতে থাকার ফলে হিন্দি ভাষা বেশ আয়ত্তে নিয়ে আসছে। তাই এখন সে বাংলার চেয়ে হিন্দিতে কথাই বেশী বলে,,, বাংলায় কথা বলতে একটু আধটু সমস্যা হয়। মুকবুল ও নিজের মায়ের কোলে আসতে পেরে খুবই আনন্দিত। সে সকলের নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা