October 14, 2025, 10:31 am
সর্বশেষ:
সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন? চাঁদপুর নৌ পুলিশের সপ্তম দিনের অভিযানে ৫০ জেলে গ্রেফতার নদীতে ঝোপ: মেঘনাবাসীর সংস্কৃতি না নদী হত্যার বৈধ অজুহাত?

এক যুগ আগে নিখোঁজ সন্তান ভারত থেকে ফিরে এলেন মায়ের কোলে।

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : এক যুগ পূর্বে নিখোঁজ সন্তান টি ভারত থেকে ফিরে এলো মায়ের কোলে। ঘটনা টি কুমিল্লার মেঘনা উপজেলা লুটের ইউনিয়নের মোহাম্মদ পুর  গ্রামে ঘটে। ফিরে আসা যুবকের নাম শফিকুল ইসলাম ( মকবুল )। সে মোহাম্মদ পুর    গ্রামের  মুজিবুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়

 

প্রায় ১২বছর আগে  মকবুল নিখোঁজ হয়। বিভিন্ন মাধ্যমে শুনা     কিছু দুষ চক্র ব্যক্তিদের পাল্লায় পরে অবৈধ পথে কলকাতায় চলে যায়, সেখানে গিয়ে ঐ ব্যক্তিরা তাকে দিল্লি শহরে পাচার করে দেয়  । এর পর অনেক খুঁজাখুজি করে তার কোন হদিস না পেয়ে মুকবুলের পরিবার তার আশা ছেড়ে দেয়।   আকশ্মিক ২৯-০৬-২০১৯, রাতে তার এলাকায়, লুটেরচর ইউনিয়ন এসে তার বাড়ি খুঁজতে থাকে পরে এলাকার লোকজন তার সাথে কথা বলে চিনার পর তাকে তার বাড়িতে নিয়ে যায়। হারিয়ে যাওয়া সন্তান পেয়ে মায়ের বাধভাঙ্গা   আনন্দের জোয়ারে সবাই আনন্দিত। ছেলেটিকে দেখতে  মজিবুরের বাড়িতে উৎসুক  জনতার ভিড়। উল্লেখ্য      সে ১২ বছর ভারতের দিল্লিতে থাকার ফলে হিন্দি ভাষা বেশ আয়ত্তে নিয়ে আসছে। তাই এখন সে বাংলার চেয়ে হিন্দিতে কথাই বেশী বলে,,, বাংলায় কথা বলতে একটু আধটু সমস্যা হয়। মুকবুল ও নিজের মায়ের কোলে আসতে পেরে খুবই আনন্দিত। সে সকলের নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা