July 27, 2024, 4:33 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী রাফি’র খুনী সিরাজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় চার্জ গঠন।

১ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃসোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি

অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে চেক প্রতারণার আরেকটি মামলায় চার্জ গঠন করেছে আদালত।রবিবার ৩০ জুন ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃআব্দুর রহিমের আদালতে এ চার্জ গঠন করা হয়।এ মামলায় অধ্যক্ষ সিরাজ ছাড়াও উম্মুল কুরা মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য নুর নবী নয়ন ও মোতাহের হোসেন মোর্তুজার বিরুদ্ধে ও চার্জ গঠন করা হয়।আগামী রোববার ৭ জুলাই এই মামলায় সাক্ষীদের সাক্ষ গ্রহণ করবে আদালত।

ফেনী কোর্টে’র সরকারী কৌসুলি পিপি এডভোকেট হাফেজ আহাম্মদ এ তথ্য জানিয়ে বলেন,ওই চেক প্রতারণা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে এক কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী আবদুল কাইয়ুম বলেন,উম্মুল ক্বুরা সমিতির চেয়ারম্যান থাকাকালীন অধ্যক্ষ সিরাজ জমি,গাড়ি,একটি ফার্নিচারের শোরুম ও উম্মুল কুরা মাদ্রাসার জামানত বাবদ এক কোটি ৩৯ লাখ টাকা আত্মসাত করেন। সমিতির সাধারণ সভায় তা প্রমাণিতও হয়।পরে সে যাত্রায় রেহাই পেতে সমিতির ১০৯ সদস্যের পক্ষে আবদুল কাইয়ুমের নামে এক কোটি ৩৯ লাখ টাকার একটি চেক দেন অধ্যক্ষ সিরাজ।কিন্তু ইসলামী ব্যাংক কলেজ রোড ফেনী শাখায় চেকটি বারবার ডিজঅনার হয়।এ ঘটনার পর কাইয়ুম বাদী হয়ে ২০১৭ সালের ৯ অক্টোবর আদালতে সিরাজের বিরুদ্ধে চেক প্রতারণার একটি মামলা দায়ের করেন।প্রসঙ্গত, ৬ এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পাশের ভবনের ছাদে পুড়িয়ে হত্যা করা হয় নুসরাত জাহান রাফিকে।এ হত্যার নিদের্শদাতা ছিলেন ওই মাদ্রাসার অধ্যক্ষ চার্জ গঠন হওয়া চেক প্রতারণা মামলার আসামী সিরাজ উদ দৌলা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা