৭ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর : দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় অভিজ্ঞ শ্রমিকরা নিয়োগের দাবীতে আন্দোলনের কর্মসুচী অনুযায়ী রবিবার সকাল থেকে দ্বিতীয় দিনের ন্যায় সড়কপথ অবরোধ কর্মসুচী সুষ্ঠ ভাবে পালন করছিলো
, এসময় পুলিশ তাদেরকে সড়কপথ যানচলাচলের স্বাভাবিক করতে বলে আন্দোলন বাধা প্রদান করলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্জ করে, আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক আবু সাইদসহ ১২জন শ্রমিকদের আটক করে ।এতে আন্দোলন কারী শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় বড়পুকুরিয়া আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক কবি শাহাজান মানিক হুঁশিয়ারি দিয়ে বলেন, আটককৃত নেতা কর্মিদের নিশর্ত মুক্তি ও অভিজ্ঞ শ্রমিকদের নিয়োগ না দিলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে আন্দোলনরত শ্রমিকনেতাদের মুক্তির দাবীতে কয়লা খনি বাজারে বিক্ষোপ মিছিল করে শ্রমিকরা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।