July 27, 2024, 4:25 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

বিশ্ব জনসংখ্যা দিবসে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরন

১০ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি.. কম,
খাগড়াছড়ি, প্রতিনিধি :

বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরর্ণাথী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম,পুলিশ সুপার আহমার উজ্জামান,সিভিল সার্জন মো. ইদ্রীস মিঞা,এতে মূখ্য আলোচক ছিলেন, পরিবার পরিকল্পনার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, একটি দেশের সম্পদ জনসংখ্যা। তবে অপরিকল্পিত অতিরিক্ত জনসংখ্যা সম্পদের স্থলে বোঝায় পরিণত হয়। কারণ অপরিকল্পিত কোন কিছুই মঙ্গল জনক নয়। তাই পরিকল্পিত দেশ গড়তে জন্ম নিয়ন্ত্রণ ও বাল্য বিবাহ প্রতিরোধ করা জরুরী বলে তিনি মন্তব্য করেন। পরে পরিবার পরিকল্পনা বিভাগসহ স্বাস্থ্য বিভাগে ভালো কাজের জন্য ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা