February 1, 2025, 7:25 pm
সর্বশেষ:
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া কুমিল্লায় চোর ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু টুঙ্গিপাড়ায় সড়কের কাজে ফসলি জমি কেটে বালু ভরাট করায় কৃষি জমির ক্ষতির সত্যতা পেয়েছে দুদক রাজনৈতিক গাণিতিক সূত্র পেয়ে খুশি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কর্মীরা মেঘনায় অবৈধ বালু উত্তোলন ও টপ সয়েল কর্তন প্রতিরোধে বিশেষ সভা সন্তান বাঁচাতে কিডনি দিবেন মা তরুণদের রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা হবে হতাশাজনক: তারেক রহমান স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে যুবক নিহত।

১৩ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, আল হেলাল চৌধুরী :     দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ফজলে রাব্বী (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেসার্স জাহিরুল অটো রাইস মিলের (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭২৭) নম্বরের ট্রাকসহ ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ।

বিকাল ৫টায় পৌরএলাকার ঢাকা মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ফজলে রাব্বী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মকলেসুর রহমানের ছেলে।
আটক ট্রাক ড্রাইভার দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে  ও হেলপার  আজিমুল সদর উপজেলার উলিপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটারসাইকেল নিয়ে ট্রাককে ওভারটেকের চেষ্টা করছিল ফজলে রাব্বী। ঢাকা মোড়স্থ গতিরোধের কাছে এসে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল পাথরে পিছলে গিয়ে পড়ে গেলে ট্রাকটির পিছনের চাকা মোটরসাইকেল চালক রাব্বীর মাথার ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটক ট্রাক চালক রজব আলী ও হেলপার আজিমুল বলেন, বেপরোয়া ভাবে মোটরসাইকেলটি ওভারটেক করার চেষ্টা করে। ঢাকামোড় গতিরোধের কাছে এসে পৌঁছালে ট্রাকটির গতি কমালে মোটরসাইকেলটি সাইড দিয়ে ওভারটেক করার সময় পাথরে পিছলে পড়ে গেলে ট্রাকের চাকায় সে পৃষ্ট হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ কোন অভিযোগ দেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা