• বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফরম–‘ক’ অনুযায়ী বৃক্ষ কর্তনের অনুমতির আবেদন বাধ্যতামূলক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি কৃষিজমির উপরি-স্তর কাটলে জেল-জরিমানা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক মেঘনার সন্তান, কেন্দ্রে তাঁর রাজনীতি পঞ্চগড়ে সোলার স্ট্রিট লাইট প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান কর প্রশাসনে ডিজিটাল রূপান্তর বিষয়ে বিসিএস একাডেমিতে ক্লাস নষ্ট উপজেলা মেঘনা : নষ্টালজিক উন্নয়ন আর হারিয়ে যাওয়া মানুষের গল্প মেঘনায় সড়কহীন দড়িকান্দি দক্ষিণ পাড়া: পাঁচ দশকের অবহেলা বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দো এ্যাশোসিয়েশনের উদ্যোগে কোচেস ট্রেনিং ও সেমিনার অনুষ্ঠিত

মেঘনায় ৫ বছরের শিশু কে অপহরণের পর মুক্তিপণ দাবি : আটক ২, বাচ্চা ও চিরকুট উদ্ধার।

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

 

 

 

 

১৫ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় ৫ বছরের শিশুকে অপহরণের পর চিরকুটের মাধ্যমে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণ কারী চক্র। শিশু ও চিরকুট উদ্ধার ও দুই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।   আজ সোমবার   আনুমানিক বিকাল ০৩ টার সময় রাহাত নামে (৫)এক শিশু বাচ্চা অপহরণ হয় সে লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের দীন ইসলামের ছেলে। এলাকাবাসী জানান অপহরণকারী  মো: ফিরোজ দীন ইসলামের বাড়িতে এক সময় কাজ করতো তার গ্রামের বাড়ি চাপাই নবাব গঞ্জ। আজ হটাৎ তাকে কুলে নিয়ে      রাস্তার দিকে এসে সে তার ফিরোজের সাথে থাকা চক্রের হাতে তুলে দেয় পরে বাচ্চার মা দেরী হলে ফিরোজ সহ বাচ্চা টিকে খুঁজতে থাকে না পেয়ে চিৎকার করলে স্থানীয় এক হুজুর বলেন আমি তো ফিরোজ কে বাচ্চা টিকে নিতে দেখেছি পরে চিরকুট পেয়ে এলাকাবাসীর সন্দেহ হলে ফিরোজ কে আটক করে উপজেলা চেয়ারম্যান কে ফোন করলে তিনি তাৎক্ষণিক থানায় ফোন করলে পুলিশ  ফিরোজ কে আটক করে তার তথ্য মতে একই উপজেলার বড়কান্দা ইউনিয়নের                কান্দার গাও গ্রামের নাজিম উদ্দিনের বাড়ী থেকে বাচ্চা টিকে উদ্ধার করে  এবং আরো একজনকে আটক করে। আটকৃত ব্যক্তির নাম জানা যায়নি তবে তার বাড়ি সিলেট। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বাচ্চা টিকে থানা থেকে ওসির অনুমতি ক্রমে তার পরিবারের হাতে তুলে দেন এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন উপস্থিত ছিলেন। এ বিষয়ে মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন দুজন কে আটক করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন