October 15, 2025, 12:07 pm
সর্বশেষ:
হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজের বিবেক লিজ দেবেন না: দুদক কমিশনার তিতাস নদীতে ভাসছে ‘মিস্ট্রি হাউস’, কৌতূহল ছড়াচ্ছে চারপাশে মেঘনার দম্পতি সড়ক দুর্ঘটনায় নিহত — এলাকায় শোকের মাতম মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‍্যালি ও আলোচনা গজারিয়ার আনার পুর পরিকল্পিত ইউটার্ণের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ হোমনা পৌরসভার প্রশাসক ঘুমাচ্ছেন?

কুমিল্লা আদালতে বিচারকের সামনে এক আসামির ছুরিকাঘাতে অপর আসামী খুন ( ভিডিও সহ)

১৫ জুলাই ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা আদালতে বিচারকের সামনে আসামির ছুরিকাঘাতে অপর আসিামির  মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১  টার দিকে কুমিল্লার অতিঃ জেলা ও দায়রা জজ ৩য় আদালতে  এ ঘটনা ঘটে।

নিহত  আসামি ফারুক  কুমিল্লার লাকসাম উপজেলার অহিদুল্লাহর ছেলে। সে একজন রাজমিস্ত্রি ছিলেন।   ঘাতক হাসান লাকসাম উপজেলার শহীদুল্লাহর ছেলে। ।

কুমিল্লার অতিঃ জেলা ও দায়রা জজ ৩য় আদালতে এজলাস চলাকালীন সময়ে  কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত হত্যা মামলায় স্বাক্ষী প্রদানকালে ওই মামলার  আসামী হাসান অন্য আসামী ফারুককে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।  এতে ঘটনাস্থলে আসামি ফারুক মারা যায়। ঘাতক হাসানকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়,  কুমিল্লা আদালতে মনোহরগঞ্জেউপজেলায় ২০১৩ সালের ২৬ আগষ্ট সংঘটিত হত্যা মামলায় ( মামলা নং-১৩)  আসামিদ্বয় হাসান ও ফারুক হাজিরা দিতে আসলে আসামি হাসান বিজ্ঞ বিচারকের এজলাসে অপর আসামি ফারুককে  ছুরিকাঘাত করলে গুরুতর আহত ফারুককে হাসপাতালে নেয়া হলে ফারুক হাসপাতালে মৃত্যুবরণ করে। তারা আপন মামাতো ফুফাতো ভাই। হাসানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার অতিঃ জেলা ও দায়রা জজ ৩য় আদালতের পিপি নুরুল বিষয়টি নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা