July 22, 2024, 10:25 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

ছাগলনাইয়া থানায় ওয়ারেন্টভূক্ত ২ আসামী গ্রেপ্তার।

১৬ জুলাই ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃ ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ থানা এলাকায় মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে এবং চুরি ডাকাতি বন্ধসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করণে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষে সন্ত্রাসী,চোর,ডাকাত,মাদক ব্যবসায়ী ও ইভটিজার গ্রেপ্তারের পাশাপাশি দীর্ঘদিনের পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তারে ও নিজের নের্তৃত্বে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন।ওসি মেজবাহ্ উদ্দিনের নের্তৃত্বে অব্যাহত চালিয়ে যাওয়া ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১৫ জুলাই গ্রেপ্তার হয়েছে ওয়ারেন্টভুক্ত ২ আসামী।
ওসি মেজবাহ্ উদ্দিন থানার এএসআই মোঃফারুক হোসেনকে সাথে নিয়ে উপজেলাধীন মহামায়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ইউনিয়নের উত্তর সতর গ্রামের মৃতঃআবদুল মুনাফের পুত্র,জিআর ৮৯/১৬ মামলার দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃআলমগীর হোসেনকে গ্রেপ্তার করেন।একিদিন থানার এএসআই ধীমান বড়ুয়াকে সাথে নিয়ে, ছাগলনাইয়া পৌরসভাধীন দক্ষিণ সতর গ্রামে অপর আর একটি অভিযান চালিয়ে,মৃতঃগোলালের রহমানের পুত্র,জিআর ৩৬/১৮ মামলার দীর্ঘদিন পলাতক থাকা আসামী আবু তৈয়বকে গ্রেপ্তার করেন।
জিআর মামলার ২ আসামীকে গ্রেপ্তার পরবর্তী ফেনী কোর্টে সোপর্দ করণের বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা