১৬ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পরবর্তীতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক,মঈদুল আলম চৌধুরী লাবলু ৫৪/২০০০ নং আলম হত্যামামলায় ও অপর আরেকটি ৩৯/৯৮ নং মামলায় আসামী হওয়ার পর থেকে তিনি মামলা দুইটির বিচার কার্য চলাকালীন ফেনীতে অনপুস্থিত ছিলেন।এই সময় তিনি অবস্থান করেছেন প্রাচ্যের দেশ কানাড়ায়।দীর্ঘ বছর যাবৎ কানাডায় প্রবাস জীবন কাটিয়ে,সম্প্রতি দেশে আসার পর ১৫ জুলাই দুই মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষিত হওয়ার কারণে তিনি ফেনী কোর্টে আত্নসমর্পন করে জামিনের আবেদন করেন।বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।লাবলু প্রবাসে থাকাকালীন তার অনপুস্থিতিতে হত্যামামলায় জাবতজ্জীবন ও অপর আরেকটি মারামারির মামলায় তাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে,তার বিরুদ্ধে রায় ঘোষনা করেন বিচারক।