২২জুলাই ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান : গজারিয়া উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী’র সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মৃণালকান্তি দাস।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি সরকার, গজারিয়া ইউ’পি চেয়ারম্যান আবুতালেব ভূইয়া, বাউশিয়া ইউ’পি চেয়ারম্যান মিজানুর রহমান, গুয়াগাছিয়া ইউ’পি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।