October 18, 2025, 1:03 am
সর্বশেষ:
মেঘনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি  থাকছেন ড. খন্দকার মারুফ হোসেন নির্বাচন কীভাবে হবে তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ রাখার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের বিগত বছরের তুলনায় মেঘনায় এইচএসসি ফলাফলে ইতিবাচক অগ্রগতি মেঘনায় অধরাই রয়ে গেল মাদকের সম্রাটরা এইচএসসির উদ্বেগজনক ফলাফলের জন্য ফ্যাসিস্ট সরকারের ব্যর্থ শিক্ষানীতিই দায়ী : ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ হয় পদ দিন; নয়তো টাকা ফেরত দিন দুদকের এনফোর্সমেন্ট টিমের তিনটি অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা উদঘাটন

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

২৫ জুলাই ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে খুলনার শহীদ হাদিস পার্কে এ সমাবেশ শুরু হয়। যদিও ঘোষণা ছিল ২টায় সমাবেশ শুরু হবে। কিন্তু আবহাওয়ার কারণে মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ২টা ৪৫ মিনিটে সমাবেশের আনুষ্ঠানিক শুরু ঘোষণা করেন। সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ব্যানার হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতা-কর্মীরা।
বৃষ্টিকে উপেক্ষা করে ধীরে ধীরে হাদিস পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শত শত নেতা কর্মীরা বৃষ্টিতে ভিজে দলে দলে যোগদান করছে সমাবেশে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, বিভাগীয় এ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।
অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, এ্যাড. নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, মসিউর রহমান, সৈয়দ মেহেদী আহামেদ রুমী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা