July 9, 2025, 6:14 am
সর্বশেষ:
গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি?

বাচসাস নির্বাচনে সভাপতি ফাল্গুনী হামিদ সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু

  • ২৮ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, বিনোদন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংগঠনের (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন। গত ২৬ জুলাই জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। সারারাত ভোট গণনা শেষে গতকাল সকালে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি ফালগুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফারুক বাবুলের ভোট ৮৬টি। সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু ১৬১ ও শপথ চৌধুরী ১৫৯ ভোট পান। এই নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। মোট ভোটার সংখ্যা ৫৩৯। বিজয়ী ও বিজিতের তালিকা হচ্ছে, সভাপতি-ফালগুনী হামিদ ৩৬৫ (বিজয়ী), কাজী ফারুক বাবুল ৮৬, সাধারণ সম্পাদক-কামরুজ্জামান বাবু ১৬১ (বিজয়ী), শপথ চৌধুরী ১৫৯, হামিদ মোহাম্মদ জসিম ১৩৮, সহ-সভাপতি- বাদল আহমেদ ২৪৬ (বিজয়ী), সৈকত সালাউদ্দিন ২২৮ (বিজয়ী), রাজু আলিম ২১৬, রবিন শামস ১৫৭, সহ-সাধারণ সম্পাদক-রিমন মাহফুজ ২৫৭ (বিজয়ী), আবদুল্লাহ জেয়াদ ১৯৭, অর্থ সম্পাদক-মঈন আবদুল্লাহ ২৪২ (বিজয়ী), সৈয়দ ফারজানা জামান রুম্পা ২০৬, সাংগঠনিক সম্পাদক-রাহাত সাইফুল ২৫৯ (বিজয়ী), এমএস রানা ১৯৩, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক-শফিকুল আলম মিলন ২৬১ (বিজয়ী), জনি হক ১৯০, ক্রীড়া সম্পাদক-মুজাহিদ সামিউল্লাহ ২৩০ (বিজয়ী), লিমন আহমেদ ২২৫, সমাজ কল্যাণ মহিলাবিষয়ক সম্পাদক-শ্রাবণী হাওলাদার ২৯৫ (বিজয়ী), আঞ্জুমান আরা শিল্পী ১৫৭, প্রচার ও প্রকাশনা সম্পাদক-আবু সুফিয়ান রতন ২৫৬ (বিজয়ী), ইসরাফিল শাহীন ১৯৫, দপ্তর সম্পাদক-নিপু বড়–য়া ২৩৬ (বিজয়ী), সিরাজুল ইসলাম সিরাজ ১৭৮। বিজয়ী নির্বাহী সদস্যরা হলেন, লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস ও লিটন রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা