July 13, 2025, 5:59 pm
সর্বশেষ:
দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন?

জনবল সংকটে ভূগছে মেঘনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স।

৪ আগস্ট ২০১,, বিন্দুবাংলা টিভি. কম, দিলারা আক্তার লুনা : জনবল সংকটে ভূগছে কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স টি।  অনুসন্ধানে এ তথ্য উঠে আসে। মোট মঞ্জুরীকৃত পদ ৯৭, কর্মরত পদ ৫৮, শূন্য পদ ৩৯।   মেঘনা ও কাঠালিয়া নদী বেষ্টিত এই উপজেলা টিতে প্রায় তিন লক্ষ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার এক মাত্র সরকারি হাসপাতাল ৩১ সয্যা বিশিষ্ট মেঘনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স।  আন্তঃ বিভাগ, বহি: বিভাগ চালু থাকলেও রয়েছে পর্যাপ্ত রোগির অভাব। উপজেলার শীর্ষ পর্যায়ের জনপ্রতিনিধিরা একাধিকবার হাসপাতালের বিভিন্ন দিক পরিদর্শন করে ব্যবস্থাপনায় অনেক অনিয়মের কথা বারংবার বলেছেন। একজন চিকিৎসক বিভিন্ন স্বাস্থ্য পরিক্ষার নির্ভূল রিপোর্ট দেখে রোগিকে চিকিৎসা প্রদান করেন। হাসপাতালের অফিস সূত্রে জানা যায় মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাব যিনি রক্ত, প্রশ্রাব সহ প্রয়োজনীয় পরিক্ষা করবেন সেই পদ টি শূন্য। তা হলে চিকিৎসা সেবা দেওয়া কি করে সম্ভব এই প্রশ্ন উঠেছে সচেতন মহলে। শূন্য পদ গুলো হলো জুনিয়র কনসালটেন্ট ( মেডিসিন)  ১ জন,মেডিকেল অফিসার ( আয়ূর্বেদিক))  ১ জন, ডেন্টাল সার্জন ১ জন, সহকারী সার্জন ৫ জন এর মধ্যে প্রেশনে ১ জন অন্যত্র কর্মরত  , স্যাকমো         ৪ জন,       সিনিয়র স্টাফ নার্স ২ জন, পরিসংখ্যানবিদ ১ জন, ক্যাসিয়ার ১ জন, স্টোর কিপার ১ জন, ফার্মাসিস্ট ১ জন, মেডিকেল টেকনোলজিষ্ট ল্যাব :১জন   ,, স্বাস্থ্য সহকারী ( মাঠ পর্যায়ে)  ৮ জন, ড্রাইভার ১ জন, জুনিয়র মেকানিক ১ জন, ওয়ার্ড বয় ২ জন, আয়া ২ জন, অফিস সহায়ক ১ জন , কুক /মশালচি ২ জন, ঝাড়ুদার ৩ জন,। তবে ১ জন জুনিয়র কনসালটেন্ট ( গাইনী    ))  অত্র স্বাস্থ্যকমপ্লেক্স এ সংযুক্তিতে কর্মরত আছেন, আউটসোর্সিং পদ্ধতিতে ১ জন গাড়ি চালক,একজন অফিস সহায়ক, ১ জন ওয়ার্ড বয়, ১ জন আয়া কর্মরত আছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা: শাহ আলম বলেন রোগী ও ডাক্তারের কানেক্টিভিটি না হওয়ার কারনে কিছু সমস্যা হচ্ছে জনবল চলে আসলে জনগনকে হাসপাতাল মুখী করার জন্য তৃণমুলে সচেতনতা বৃদ্ধি করলে অনেকাংশে এই সমস্যা সমাধান হয়ে যাবে। বিশিষ্ট জনদের বক্তব্য হলো ঢাকার খুব কাছাকাছি হওয়ার পরেও কেন লোকবল থাকবেনা নিশ্চয়ই এর মধ্যে কোন কারন আছে কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর আবেদন সকল সমস্যা সমাধান করে দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে নইলে এলাকার লোকজন আন্দোলনে যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা