July 27, 2024, 8:51 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ল্যাট্রিন সেট বিতরণ

৫ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

 খাগড়াছড়ি,প্রতিনিধি:  খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ল্যাট্রিন সেট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে মুসলিমপাড়া এলাকায় ৪৬ পরিবারের মাঝে এ ল্যাট্রিন সেট বিতরণ প্রদান করা হয়।

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন’র উপস্থিততে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার প্রমূখ।

এতে অতিথিরা জানান, সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ থাকতে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার জরুরী। এরই ধারাবাহিকতায় জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ল্যাট্রিন সেট বিতরণের মাধ্যমে সচেতনতা সৃষ্টি সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান অতিথিরা।

খাগড়াছড়িতে সাধারণ মানুষের সু-স্বাস্থের কথা বিবেচনা বিশুদ্ধ পানি ব্যবস্থা করা ও স্যনিটেশন ব্যবস্থার উন্নয়নে স্বাস্থ সম্মত ল্যাট্রিন বিতরণ কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা