October 8, 2024, 3:11 pm

ডিজিটাল পদ্ধতিতে ৭৫টি ফাইল ছাড় করেছেন প্রধানমন্ত্রী

 

ঢাকা, ০৪ আগস্ট, বিন্দুবাংলা টিভি :   লন্ডনে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে জরুরি ফাইল ছাড় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বলেন, ‘লন্ডন থেকে ৭৫টি ফাইল ডিজিটাল পদ্ধতিতে ছাড় করেছেন প্রধানমন্ত্রী।থ

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে অনবরত ঢাকার সাথে যোগাযোগ রাখছেন এবং সেখান থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।

বাংলাদেশি দূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জুলাই লন্ডন যান। সফরকালে ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে তার বাঁ চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

তিনি ৮ আগস্ট দেশে ফিরবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা