• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর মেঘনায় সড়কের ইটচোর ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষীয়াণ নেতা অধ্যাপক মোজাফফর আহমেদ

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

২৫ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি বর্ষীয়ান নেতা অধ্যাপক মোজাফফর আহমদ এর চতুর্থ ও শেষ জানাযা সম্পন্ন করে তাহার পিতা -মাতার পাশে এই দেশ বরেণ্য বর্ষীয়ান নেতার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

রোববার (২৫ আগষ্ট) সকালে কুমিল্লা টাউন হল মাঠে তৃতীয় জানাযা শেষে তাহার গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে মরদেহ নিয়ে আসলে এতে ভক্ত-সমর্থক- নেতাকর্মী আওয়ামীলীগ , বিএনপি ও জাতীয় পার্টিসহ হাজার হাজার মানুষ উপস্থিত হন। বাদ যোহর দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান জানান প্রশাসনের কর্মকর্তারা। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

বর্ষীয়ান এই প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে হাজারো মানুষের ঢল নেমে আসে। পরে এই বর্ষীয়ান নেতাথর জানাযা শেষে পিতা – মাতার কবরের পাশের্ব তাহার মরদেহ দাফন করা হয়েছে। এসময় অধ্যাপক মোজাফর আহমেদ এর জানাযাথয় উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন বাংলাদেশ কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, কুমিল্লা -৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, বিএনপিথর জাতীয় নিবার্হী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক্ষ ইকবাল হোসেন রাজু, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্র চাকমা, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, ন্যাপ প্রেসিডিয়াম কমিটির সদস্য মো. মোস্তাকুর রহমান ফুল মিয়া, কেন্দ্রিয় ন্যাপ নেতা মো. আবদুর রহমান, চট্টগ্রাম বিভাগের ন্যাপ নেতা জি এম কবির, কুমিল্লা উত্তর জেলা ন্যাপ নেতা মো. সফিক সিকদার, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদিন, ভাইস- চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার উপজেলা আওযামীলীগ সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম (ভিপি কামাল), দেবিদ্বার উপজেলা ন্যাপ সভাপতি অনিল ঠাকুর সহ ন্যাপ কেন্দ্রিয় ও স্থানীয় নের্তৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। তবে অধ্যাপক মোজাফফর আহমেদ মৃত্যুতে খোলা হয়েছে একটি শোকবই।

উল্লেখ্য যে, অধ্যাপক মোজাফফর আহমদের ছিল বর্ণাঢ্য জীবন। উপমহাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা, মুজিবনগর সরকারের উপদেষ্টামন্ডলীর মধ্যে বেঁচে থাকা সর্বশেষ সদস্য ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ – মোজাফফর) প্রধান ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ । তিনি শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। ১৪ আগস্ট এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছিল। প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে শনিবার বেলা ১১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা, পরে দুপুর ১২ টা থেকে ২টা পযর্ন্ত কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় এবং রোববার সকাল সোয়া ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন