বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভুতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, এই সরকারের আমলে দেশের শিক্ষাখাতের যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোনোদিনই হয়নি। এজন্য শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা পালন করতে হবে।
বাংলাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও এলজিইডির সহকারী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের লে-আউট প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।