January 9, 2025, 9:25 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

ীঘিনালায় গরীব দুস্থ পরিবারের মাঝে সোলার বিতরণ

২ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সরকার ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই যারা গরীব দুস্থ সোলার প্যানেল কিনতে পারেন না, তাদের জন্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে এ সোলার প্যানেল বিতরণ। এসময় তিনি সোলার প্যানেল ও ভিজিডি তালিকা তৈরী করার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম না করার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, কোনো প্রকার অনিয়ম করা হলে, অনিয়মে প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
রোববার শিল্পকলা একাডেমীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব দুস্থ পরিবারের মাঝে সোলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউছার আলম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব প্রমুখ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং পরিবারের মাঝে ১ শত সোলার প্যানেল বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা