৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেহের আলী বাচ্চু, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার মাসিক আইন শৃ্খংলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ইউপি চেয়ারম্যান আয়োব হোসেন, বিএমএ এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ।
সভায় জানান হয় গত আগষ্ট মাসে মেহেরপুর জেলার ৩টি থানায় ৬৯টি মামলা হয়েছে। যার মধ্যে নারী ও শিশু নির্যাতনে ৫টি, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩২টি, চোরাচালানে ১টি, চুরি ৩টি এবং অন্যান্য ২৮টি মামলা হয়। এর মধ্যে সদর থানায় ৩৬টি গাংনী থানায় ২২টি এবং মুজিবনগর থানায় ১১টি মামলা হয়েছে।
এছাড়া মেহেরপুর জেলার চোরাচালন প্রতিরোধ কমিটি, জেলা মাদক পাচার প্রতিরোধ কমিটি ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।