November 24, 2024, 9:20 am

খেলাধুলায় মাদকাশক্ত থেকে নিজেদের দুরে রাখে : বিভীষণ কান্তি দাশ

১১ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

খাগড়াছড়ি প্রতিনিধি: খেলাধুলা মনোনিবেশ মাদকাশক্ত থেকে নিজেদের দুরে রাখে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, প্রত্যেককে খেলাধুলা চর্চা করা আবশ্যক।

মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর বেলা ২:৩০ ঘটিকার সময় মাটিরাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব) ১৭ – ২০১৯ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভূমি অমিত চক্রবর্তী।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সামসুদ্দিন ভূঁইয়া,মাটিরাঙ্গা পৌরসভার  মেয়র মো.সামছুল হক,

উদ্বোধনী ম্যাচে মাটিরাঙ্গা পৌরসভা বনাম বেলছড়ি ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে টান টান উত্তেজনায় ০২-০২ গোলে সমতা হয়ে খেলা অতিরিক্ত সময় পর্যন্ত কোন গোল হয় নি। পরে বল খেলার নিয়ামানুযায়ী ট্রাইবেকারে ৫-৪ গোলে (সাডেন ডেথে) বেলছড়ি ইউনিয়ন বিজয়ী লাভ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা