২৭ সেপ্টেম্বর ২০১,, বিন্দুবাংলা টিভি . কম ,
শহিদুল ইসলাম কাজল , জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ির ভাটারা এলাকায় এক কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সরিষা বাড়ী থানা পুলিশ।
শুক্রবার সকালে(২৭সেপ্টেম্বর) সরিষাবাড়ির ভাটারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাচামাল ব্যবসায়ী নূর ইসলাম নসুর (৩৫) মরদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে । নিহত নূর ইসলামের গলায় ও মূখে আঘারের চিহ্ন রয়েছে। সে দক্ষিন ভাটারা গ্রামের জয়িন উদ্দিন ছেলে।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান জানান, পুলিশ খরব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে কিছু আলামত দেখে এটাকে হত্যা বলছে । নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে প্রেরনের ব্যবস্থা হচ্ছে। তিনি বলেন ময়না তদন্তের পরে আসল বিষয় জানা যাবে ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।