November 24, 2024, 5:38 am

মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টরারেন্স : কুমিল্লা জেলা প্রশাসক।

৩ অক্টোবর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, কুমিল্লা সংবাদদাতা :

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টরারেন্স। মাদক গ্রহিতা, মাদক বিক্রেতা, মাদক প্রাচারকারী কাউকে আমরা ছাড় দেবো না।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে আপনার সন্তানের প্রতি সচেতন হউন। আপনাদের সন্তান যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে সময় থাকতে তাকে ফিরিয়ে আনুন। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা স্বপ্নের বাংলাদেশে মাদকের কোন স্থান নেই। স্বপ্নের এই বাংলাদেশকে রক্ষা করতে আমাদের যা কিছু করা দরকার, আমরা তাই করবো। মাদক মুক্ত একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়বো।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিসের আয়োজনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর একথা বলেন। এসময় তিনি, সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথির সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে দাড়িয়ে এক সাথে লাল কার্ড প্রর্দশন করে। এছাড়াও সভায় জেলা তথ্য অফিসের শিল্পীরা বিভিন্ন উন্নয়ন মূলক সঙ্গীত পরিবেশন করেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের, জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মনিরুল হক, উপজেলা সহকারী কশিমনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ। পরিচালনা করেন ভগবান উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সাহেবাবাদ ইউপির চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, মাধবপুর ইউপির চেয়ারম্যান সুলতান আহম্মেদ, চান্দলা ইউপির চেয়ারম্যান মোস্তবা আলী শাহিন, শশীদল ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, বড়ধুশিয়া কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস, মালাপাড়া অধক্ষ্য দেওয়ান আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ সেতারা বেগম, সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুর রহমান, বাগড়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছায়ীদুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক অপু খান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ, উপজেলা ছাত্রলীগের সদস্য আবু কাউসারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা