৩ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,বরগুনা সংবাদদাতা :
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৮ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।
এছাড়াও এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে দাখিল করা অভিযোগপত্রের প্রধান অভিযুক্ত রাকিবুল হাসান রিফাত ফরাজী ও ৪ নম্বর অভিযুক্ত মো. রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপ্রাপ্তবয়স্ক তিন আসামির জামিন আবেদন শিশু আদালতে পাঠানো হয়েছে।
যেসকল আসামির মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, প্রাপ্তবয়স্ক ৩ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৬ নম্বর আসামি মো. মুসা, অপ্রাপ্তবয়স্ক ২ নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, ৩ নম্বর আসামি আবু আবদুল্লাহ রায়হান, ৬ নম্বর আসামি মো. নাইম, ৯ নম্বর আসামি মো. রাকিবুল হাসান নিয়ামত, ১০ নম্বর আসামি মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুলাহ ও ১২ নম্বর আসামি প্রিন্স মোল্লা।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মুজিবুল হক কিসলু জানান, রিফাত হত্যা মামলার ধার্য তারিখ থাকায় বরগুনা জেলা কারাগারে থাকা সাত আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এছাড়াও মামলায় অভিযুক্ত হওয়ার পর জামিনে থাকা আয়েশা সিদ্দিকা মিন্নি ও আরিয়ান হোসেন শ্রাবণ আদালতে হাজির হন। আদালতের কার্যক্রম শেষ হলে কারাগারে থাকা আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আগামী ১৬ অক্টোবর এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।