November 21, 2024, 11:31 pm

ছাত্ররাজনীতি নিষিদ্ধে হাইকোর্টে রিট

১৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ছত্ররাজনীতি নিষিদ্ধসহ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে শিক্ষাসচিব, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, পুলিশ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

গণমাধ্যমকে ইউনুছ আলী আকন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলতে দেয়া অসাংবিধানিক। যার কোনো আইনগত ভিত্তি নেই। আইনজীবী বলেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের পর প্রমাণ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি রাখার কোনো যৌক্তিকতা নেই।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা