January 10, 2025, 9:41 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

তুহিন হত্যাকাণ্ডে পরিবারের সংশ্লিষ্টতা রয়েছে: সংবাদ সম্মেলনে পুলিশ সুপার

১৫ অক্টোবর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, সুনামগঞ্জ সংবাদদাতা :

  

সুনামগঞ্জের  দিরাইয়ে শিশু তুহিন হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। সন্ধ্যায় ৭টায় দিরাই থানায় এ ব্রিফিং কালে তিনি বলেন, এদের গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে একাধিক মামলা রয়েছে। গ্রাম্য কোন্দল এবং প্রতিহিংসা থেকেই এ নির্মম ঘটনা ঘটেছে।

তিনি বলেন, যাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে কয়েকজন জড়িত বলে প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছি। সুরতহালে যাদের নাম রয়েছে তাদের বিষয়টিও আমাদের নজরে আছে। তদন্তে পাওয়া গেলে তাদেরকেও গ্রেফতার করা হবে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি যাতে নিরপরাধ কোনও লোক হয়রানির শিকার না হয়। আমরা হত্যাকাণ্ডের বিষয়ে অনেক তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে এখন সব কিছু বলা যাচ্ছে না, পরবর্তীতে জানানো হবে।

এসময় উপস্থিত ছিলেন ডিবির ওসি মুক্তাদির আহমেদসহ সিআইডি থানা পুলিশের কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা