১৯ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি প্রভাষক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান হোসেন খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শাহীন প্রধান, সহ-সভাপতি সজীব আহমেদ (জয়), দিদার আহমেদ, ইমামপুর ইউনিয়ন সভাপতি উজ্জলসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।