১৯ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি প্রভাষক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান হোসেন খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শাহীন প্রধান, সহ-সভাপতি সজীব আহমেদ (জয়), দিদার আহমেদ, ইমামপুর ইউনিয়ন সভাপতি উজ্জলসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।