November 23, 2024, 4:37 pm

ফেনীর ছাগলনাইয়ায় গভীররাতে কুয়েতি কামালের ব্রিকফিল্ডে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

২০ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নের কুয়েত পল্লী সংলগ্ন জয়চাঁদপুর গ্রামের, মৃতঃঠিকাদার সোলতান আহম্মদের পুত্র,কুয়েতি কামাল উদ্দিনের মালিকানাধীন মেসার্স কামাল এন্ড সন্স অটো ব্রিকস ম্যানুফেকচারিং নামে একটি ব্রিকফিল্ডে ১৯ অক্টোরব গভীররাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হমলাকালীন ব্রিকফিল্ডটির অফিস কক্ষসহ ফিল্ডটির নিরাপত্তা নিশ্চিত করণে স্থাপন করা সিসি ক্যামেরা গুলির মধ্যেথেকে তিনটি সিসি ক্যামেরা ভাঙ্গচুর করেছে দুর্বৃত্তরা।এই সময় দুর্বৃত্তরা ব্রিকফিল্ডটির নৈশ প্রহরী ওই ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের মৃতঃমজিবুল হকের পুত্র, মোঃরবিউল হক (৫৫) কে মারধর করেছে।
ব্রিকফিল্ডটির নৈশ প্রহরী প্রত্যক্ষদর্শী রবিউল হক ও ব্রিকফিল্ডের মালিক কুয়েতি কামাল জানান,ঘটনার দিন রাতে নৈশ প্রহরীর চিনতে পারা দুর্বৃত্ত দলের একজন ছিল,শুভপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাতী মামুন।নৈশ প্রহরী রবিউল হক জানায়, ঘটনার রাতে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নাতী মামুনের নেতৃত্বেই গভীররাতে দুর্বৃত্তের দলটির অন্য সদস্যরা,কালো রংয়ের একটি প্রাইভেটকারে করে এসে হঠাৎ ব্রিকফিল্ডটির সামনের গেইট ভেঙ্গে বেতরে প্রবেশ করে ফিল্ডটির মালিক,কুয়েতি কামালকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ফিল্ডটির অফিস কক্ষসহ অফিসটির সামনে বৈদ্যুতিক পিলারে স্থাপন করা তিনটি সিসি ক্যামেরা ভাঙ্গচুর করে চলেযায়।ঘটনা পরবর্তী রাতেই নৈশ প্রহরী রবিউল হক ব্রিকফিল্ডের মালিক কুয়েতি কামালের বাড়ীতে গিয়ে,তার ব্রিকফিল্ডে হামলা ও ভাঙ্গচুরের যে,ঘটনাটি ঘটেছে সে বিষয় বিস্তারিত জানিয়ে, হামলাকারীদের মধ্যথেকে একজনকে চিনতে পারার বিষয়টি ও জানান।কুয়েতি কামাল নৈশ প্রহরীর কাছথেকে ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিক ঘটনার বিষয় ছাগলনাইয়া থানা প্রশাসনকে অবহিত করেন।ব্রিকফিল্ডে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে শুনে রাতেই ছাগলনাইয়া থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে পৌঁছান।পরে সকাল ১০ টার দিকে ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ থানার এসআই মোঃআলমগীর হোসেনকে সাথে নিয়ে, স্বশরীরে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।এই সময়ে তারা ঘটনাস্থল থেকে অজ্ঞাত হামলাকারী দুর্বৃত্তদের চিহ্নিত করণের লক্ষে,ব্রিকফিল্ডে লাগানো সিসি ক্যামেরা সংযোগ সার্ভারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।ব্রিকফিল্ডে দুর্বৃত্তের হামলা ও ভাঙ্গচুরের ঘটনার বিষয়টি নিয়ে ঘটনার দিন দুপুর ১২ টার দিকে, ব্রিকফিল্ডটির মালিক কুয়েতি কামাল ঘটনার সাথে জড়িত ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নাতী মামুনের নাম উল্লেখ করে,অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ব্রিকফিল্ডের মালিক কুয়েতি কামালের দায়ের করা অভিযোগটির বিষয় ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ এর কাছে জানতে চাইলে,তিনি জানান এই ঘটনায় বাদীর দায়ের করা লিখিত অভিযোগটি থানা মামলা হিসেবে গ্রহণ করেছে,আমরা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি।ওই ফুটেজ দেখে ইতিমধ্যে আমরা হামলার ঘটনায় জড়িত থাকা বেশীরভাগ সন্ত্রাসীকে চিহ্নিত করণে সক্ষম হয়েছি এবং কি চিহ্নিত ওইসব সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রেখেছি।ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তারকরে,কি কারণে তারা এই ঘটনাটি ঘটিয়েছিল সে বিষয়টি আপনাদের সামেনে তুলে ধরবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা