May 2, 2024, 11:28 am
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

বৃটেনে লরির ভিতর থেকে ৩৯ মৃতদেহ উদ্ধার

২৩ অক্টোবর ২০ ১৯, বিন্দুবাংলা টিভি. কম,

আন্তর্জাতিক ডেস্ক:: বৃটেনের এসেক্সে একটি লরির ভিতর থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ৩৮টি প্রাপ্ত বয়স্কদের। একটি মৃতদেহ একজন টিনেজারের। এরা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায় নি। এসেক্সের তুরোকে ওয়াটারগ্লাডে শিল্পাঞ্চল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এদেরকে বুলগেরিয়া থেকে বহন করে এনেছে ওই লরিটি এবং শনিবার ওয়েলসের হোলিহেড দিয়ে বৃটেনে প্রবেশ করেছে। এসেক্স পুলিশ বলেছে, তাদেরকে বুধবার খুব সকালে ফোন করে ওয়াটারগ্লাড শিল্পাঞ্চল পার্কে যেতে বলা হয়। এরপরই তারা হত্যা বিষয়ক একটি তদন্ত শুরু করেছে।
এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ উত্তর আয়ারল্যান্ডের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। প্রধান সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড্রু মেরিনার এক বিবৃতিতে বলেছেন, এতগুলো মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। এটা একটি ট্রাজিক ঘটনা। আসলে কি ঘটেছিল তা উদঘাটনের জন্য আমাদের তদন্ত চলছে। নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। তবে এটা দীর্ঘ সময়সাপেক্ষ ব্যাপার বলে মনে হচ্ছে। আমাদের সন্দেহ ওই লরিটি ১৯ শে অক্টোবর হোলিহেড দিয়ে বৃটেনে প্রবেশ করেছে। এ বিষয়ে তদন্তে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি। তার ভাষায়, আমরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরি ড্রাইভারকে গ্রেপ্তার করেছি। তাকে অব্যাহত তদন্তের জন্য পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা