July 11, 2025, 8:07 pm
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ উদ্যোগে মাটিরাঙ্গায় শ্রীমদ্ভগবদ গীতা বিতরণ করা হয়

৯ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
খাগড়াছড়ি প্রতিনিধি :

বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ উদ্যোগে ও মাটিরাঙ্গা রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় মাটিরাঙ্গা শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে প্রাঙ্গনে এক আলোচনা সভা ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণের আয়োজন করা হয়।

শনিবার বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ উদ্যোগে ও মাটিরাঙ্গা রক্ষাকালী মন্দিরে সাবেক সাংগঠনিক সম্পাদক মনি কুমার দে‘র সভাপতিত্বে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি সাগর চক্রবতর্ী কমল‘র সঞ্চালনায় আলোচনা সভা ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ব্রজলাল দে।

আলোচনা সভা ও শ্রীমদ্ভগবদগীতা বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, গীতা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি সর্বশাস্ত্রময়ী উদার মানবতার জয়গানে মুখরিত মানববিজ্ঞান। । তিনি আরো বলেন, নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই।

আলোচনা সভা ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ অনুষ্ঠানে বিষেশ অতিথি বক্তব্য রাখেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির স্বপন কান্তি পাল, মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে সাবেক সাংগঠনিক সম্পাদক মনি কুমার দে, মাটিরাঙ্গা উপজেলা শাখার সনাতন ছাত্র যুব পরিষদের সভাপতি সাগর ভট্টাচার্যী প্রমুখ।

বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ উদ্যোগে মাটিরাঙ্গা গীতা বিদ্যালয়ের ৩০ জন ছাত্র ছাত্রীর মাঝে শ্রীমদ্ভগবদগীতা তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি । এসময় সঞ্জয় বনিক, মাটিরাঙ্গা গীতা স্কুলের শিক্ষক নয়ন দাশসহ মাটিরাঙ্গার সনাতনী ভক্তপ্রাণ ও নরনারীবৃন্দের উপস্থিত ছিলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা