২২ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলার বিএনপির নতুন আহবায়ক কমিটিতে গোবিন্দপুর ইউনিয়ন থেকে যারা রয়েছেন : যুগ্ম আহবায়ক- জয়নাল আবেদীন সরকার ( ব্রাম্মনচর), ডা.এম এ কাইয়ুম (দক্ষিনকান্দি) , দিলারা শিরিন ( গোবিন্দ পুর),সদস্য – খন্দকার জীবন মাস্টার ( সোনার চর), ডা.শাহাবুদ্দিন ( সেননগর)। উল্লেখ্য আজ বুধবার মেঘনা উপজেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।