July 13, 2025, 7:06 am
সর্বশেষ:
দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন?

হোমনায় কিশোরী ধর্ষণ, ৫ দিন পর মামলা

১৮ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,আঃ হক :
কুমিল্লার হোমনায় গত ১২ মার্চ উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ডহরগোপ গ্রামের নুরুদ্দিন ওরফে নূরু মিয়া (২৮) নামের এক লম্পট কর্তৃক একই গ্রামের ১৩ বছরের এক কিশোরী ধর্ষনের শিক্ষার হয়েছে ।এ ঘটনা ধামাচাপা দিতে একটি মহল চেষ্টা তদবির করলেও অবশেষে ঘটনার ৫ দিন পর গতকাল মঙ্গলবার ১৭ মার্চ কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষক নুরুদ্দিন(২৮) ওরফে নুরু মিয়ার বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭, তাং-১৭/০৩/২০২০ইং,ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) । ধর্ষক নুরু মিয়া (২৮) ডহরগোপ গ্রামের মজিবুর রহমান ওরফে মজু মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানাগেছে, আসামী নুরু মিয়া গত ১২/০৩/২০২০খ্রী. বৃহস্পতিবার সকালে কিশোরীর বাবা মা বাড়িতে ছিল না । এ সময় লম্পট নুরু মিয়া পাশের বাড়িতে দুধ বিক্রি করতে যাওয়ার সময় কিশোরীকে ঘরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এবং ঘটনা জানাজানি করতে হুমকি দিয়ে যায় । পরে তার বাবা মা বাড়িতে আসার পর বিষয়টি লোকজনকে বিষয়টি জানায় । তখন একটি প্রভাবশালী মহল বিচারের কথা বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও বিচার না পেয়ে থানায় অভিযোগ করেন ।
ভিকটিমের বাবা মামলার বাদী জানান,ঘটনার দিন আমি এবং আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। আমার মেয়েকে একা পেয়ে তার সর্বনাশ করেছে । পরববর্তীতে ঘটনাটি এলাকার লোকজনকে জানালে একটি মহল বিচারের কথা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। উপায় না দেখে বিচারের আসায় গতকাল মঙ্গলবার( ১৭ মার্চ) আমি হোমনা থানায় অভিযোগ দায়ের করি। আমি এ ঘটনার সুষ্ট বিচার চাই।
হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.আবুল কায়েস আকন্দ জানান, গতকাল ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছে। আজ সকালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা