September 9, 2025, 9:06 am

গজারিয়ায় সৌদি ফেরত ব্যাক্তির ৫০০০ টাকা জরিমানা

১৯ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জস্টিতলা গ্রামের সবুজ (২৩) নামের ব্যাক্তি ছুটিতে দেশে এসে হোম কোয়ারেন্টান অমান্য করে নিজের গ্রামে এস অবাদে বেরাচ্ছেন, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী মেজিস্টেট সহকারী কমিশন গজারিয়া ইমাম রাজি টুলু জস্টিতলা পৌছে জৌনক ব্যক্তিকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন এবং এক ঘরে থাকার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ ভয়াবহ করোনা প্রতিরোধে সরকার হোম কোয়ারেন্টান চালু করেছেন, যাহা বিদেশ ফেরত সকলের জন্য, সরকারের আইন অমান্য করার অপরাধে এই সাজা দেয় ভ্রমমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা