২২ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :কুমিল্লার মেঘনা উপজেলার স্থপতি সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম তার ফেসবুক ওয়ালে বললেন “মানবিক পৃথিবী” গড়াই একমাএ গন্তব্য হওয়া উচিত। লেখাটি হুবহু তুলে ধরা হলো: ভৌগলীক ও অর্থনৈতিক আগ্রাসী অপশক্তি-বিশ্ব মোড়লদের জন্য প্রানঘাতী করেনা ভাইরাসের শিক্ষা আর দেশে দেশে যুদ্ববিগ্রহ ও উগ্র ধর্মীয় উম্মাদনায় মদদ নয়, বরং “মানবিক পৃথিবী” গড়াই একমাএ গন্তব্য হওয়া উচিত। তানাহলে দিন দিন পৃথিবীব্যাপী লকডাউন আরো বিস্তৃত ও প্রলম্বিত হবে-যা প্রকান্তরে সারা পৃথিবীকেই এক সময় ধীরে ধীরে মহা অস্বিত্ব সংকটের দিকে নিয়ে যাবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।