July 13, 2025, 8:38 pm
সর্বশেষ:
দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন?

গজারিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

২৫ মার্চ ২০২০ বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান
: গজারিয়ায় জয়া (১৫) নামে এক স্কুলছাত্রী চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫মার্চ) রাত ৮টার দিকে উপজেলার টেঙ্গাচর ইউনিয়ন বিষদুন ভাটেরচর গ্রামে নানা কফিল উদ্দিনের বাড়ির ঘর থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।

জয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন হোগলাকান্দি গ্রামের আক্তার হোসেনের মেয়ে ও ভাটেরচর দেএ মান্নান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী।

পুলিশ দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জে মর্গে প্রেরন করেছে । এ ব্যাপারে নিহত জয়ার মা জানু বেগম গজারিয়া থানায়
অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সুত্র জানান, স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর বাবা কফিলউদ্দিনের বাড়ি দুই সন্তান নিয়ে ১৫ বছর ধরে বসবাস করছেন জানু বেগম। মঙ্গলবার রাত ৮টার দিকে পরিবারের লোকজন দেখতে পায় জয়া তার নিজ কক্ষে ঘরে আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত রয়েছে।পরে থানা পুলিশকে খবর দেয়া হলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তার হাতে একটি চিরকুট পাওয়া যায় তাতে কি লিখা ছিলো তদন্তের স্বার্থে থানা পুলিশ মুখ খুলছে না।

গজারিয়া থানা এস আই হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জয়ার মা জানু বেগম গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা