September 8, 2025, 10:17 pm

করোনা প্রতিরোধে সাবান, মাস্ক বিতর করেন মিজানুর রহমান চেয়ারম্যান

২৬ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :

বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান আজ সকালে করোনা ভাইরাস প্রতিরোধ করতে মধ্যেবাউশিয়া পোরাচক বাউশিয়া, দাসপাড়া, জনসাধারণের মাঝে সাবান ও মার্কস বিতরণ করেন, পাশাপাশি জরুরী প্রয়োজন ছারা ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন,
গাজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসান সাদী সাবান ও মার্কস বিতরণে উদ্বোধন করেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব হাসান সাদী করোনা ভাইরাস প্রতিরোধে গনগন খার যুক্ত সাবান দিয়ে হাত দোয়ার এবং এক সাথে জরো না হয়ে নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলাফেরা করা (কম পক্ষে ৩ ফুট) প্রয়োজন ছারা ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেন,


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা