৩১ মার্চ বিন্দুবাংলা টিভি. কম, আ:হক : আড়াইহাজার উপজেলার রাধানগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ১০ জনকে কে পিটিয়ে কুপিয়ে আহত করেছে। এদের মধ্যে ১০ বছরের এক মেয়েকে টেটাবিদ্ধ করে মারাত্মক আহত করা হয়েছে।
জানা গেছে, আড়াই হাজার উপজেলার রাধারনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হারুজ আলী ও মান্নান একই গ্রামের শেখ ফরিদ নামে এক যুবককে রাস্তায় মারধর করে। এসময় শেখ ফরিদ এর লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে আসলে মান্নানের পূর্ব প্রস্তুত রাখা ১০-২০ জনে একটি বাহিনী শেখ ফরিদের লোকজনের উপর হামলা চালায়। হামলায় শেখ ফরিদ (২৫), আলতাফ (২২) নাদিরা( ১০)সহ ১০ জন আহত হয়। আহত নাদিরাকে মাথায় টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মান্নান কালাপাহাড়িয়ার চাঞ্চল্যকর রুবেল হত্যার আসামি।
ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মাথায় টেঁটাবিদ্ধ অবস্থায় নাদিরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।