৩১ মার্চ,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় বৈদ্যুতিকশকে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির মৃত্যু হয়েছে( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) তার নাম আরিফুর রহমান। সে শেখের গাঁও গ্রামের কান্দার বাড়ির মোঃ খালেক মিয়ার ছোট ছেলে,শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের সহ অর্থ সম্পাদক এবং শেখের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দপ্তরি পদে চাকরি করতেন পাশাপাশি ইলিক্ট্রিশিয়ানের কাজ করতেন। গ্রামবাসী জনায়, মোঃ আরিফুল ইসলাম একই গ্রামের বাবুল মিয়ার বাড়িতে কাজ করতে যান কাজের মধ্যেই বৈদ্যুতিক শক লাগলে আশপাশের লোকজন তাকে গজারিয়ার ভবের চর স্বাস্থ্যকমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে
শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের পরিবারবর্গ ও গ্রামবাসী গভীরভাবে শোকাহত।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।