January 13, 2025, 5:53 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

নাসিরনগরে সাবেক মেম্বার হত্যা মামলার বিচারের দাবীতে মানববন্ধন

৬ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া),:জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের সাবেক মেম্বার মোস্তফা কামালের হত্যা মামলার আসামীদের হুমকি থেকে রেহাই পেতে ও ন্যায় বিচারের দাবীতে এলাকাবাসীর সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৫ মে ২০২০ রোজ মঙ্গলবার বিকেলে কদমতলী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। জানা গেছে, ৩ এপ্রিল রাত অনুমান ১০ ঘটিকার সময় গ্রামের কিছু দুস্কৃতিকারী অস্ত্র মামলার আসামী ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মিলে মাদক ব্যবসা বাধা দেওয়ার কারণে মোস্তফা কামালকে অন্য বাড়ী থেকে ফেরার পথে রাতের আধারে খুন করে রাস্তায় ফেলে রাখে। এ ঘটনায় মোস্তফা কামালের ছেলে সোহান বাদী হয়ে ১৯ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ইতিমধ্যে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিচ্ছে আসামীরা, বলে জানান মামলার বাদী সোহান, নিহতের স্ত্রী শাহেনা বেগম, মেয়ে, প্রতিবেশী সাবেক মেম্বার মিষ্টার মিয়া, সমাজ সেবক মুরাদ মিয়া, অস্ত্র মামলার বাদী মজিদ মিয়া ও মামলার সাক্ষীরা। পরে মামলার ন্যায় বিচার ও আসামীদের হুমকি থেকে নিজেদের রক্ষা করতে প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়ে এক মানববন্ধন অনুষ্টিত হয়। অস্ত্র মামলার বাদী মজিদ মিয়া জানায়, গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রুবেল মিয়া (৩৫) ও নানু মিয়ার ছেলে সাহিদ (৩০) অস্ত্র মামলার পলাতক আসামী। মামলার তদন্তকারী কর্মকর্তা চাতলপাড় তদন্ত কেন্দ্রর এস, আই মোঃ আব্দুর রহিম জানায়, ইতিমধ্যে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আসামী আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা