May 19, 2024, 6:29 am
সর্বশেষ:
উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ৭ চিকিৎসক বদলি ও দায়িত্বশীলতা অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান মেঘনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম সম্ভাবনার ‘মেঘনা’ ও জনপ্রতিনিধি নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন : অধ্যক্ষ আব্দুল মজিদএমপি মেঘনায় উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নাসিরনগরে সাবেক মেম্বার হত্যা মামলার বিচারের দাবীতে মানববন্ধন

৬ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া),:জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের সাবেক মেম্বার মোস্তফা কামালের হত্যা মামলার আসামীদের হুমকি থেকে রেহাই পেতে ও ন্যায় বিচারের দাবীতে এলাকাবাসীর সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৫ মে ২০২০ রোজ মঙ্গলবার বিকেলে কদমতলী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে। জানা গেছে, ৩ এপ্রিল রাত অনুমান ১০ ঘটিকার সময় গ্রামের কিছু দুস্কৃতিকারী অস্ত্র মামলার আসামী ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মিলে মাদক ব্যবসা বাধা দেওয়ার কারণে মোস্তফা কামালকে অন্য বাড়ী থেকে ফেরার পথে রাতের আধারে খুন করে রাস্তায় ফেলে রাখে। এ ঘটনায় মোস্তফা কামালের ছেলে সোহান বাদী হয়ে ১৯ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ইতিমধ্যে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিচ্ছে আসামীরা, বলে জানান মামলার বাদী সোহান, নিহতের স্ত্রী শাহেনা বেগম, মেয়ে, প্রতিবেশী সাবেক মেম্বার মিষ্টার মিয়া, সমাজ সেবক মুরাদ মিয়া, অস্ত্র মামলার বাদী মজিদ মিয়া ও মামলার সাক্ষীরা। পরে মামলার ন্যায় বিচার ও আসামীদের হুমকি থেকে নিজেদের রক্ষা করতে প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়ে এক মানববন্ধন অনুষ্টিত হয়। অস্ত্র মামলার বাদী মজিদ মিয়া জানায়, গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রুবেল মিয়া (৩৫) ও নানু মিয়ার ছেলে সাহিদ (৩০) অস্ত্র মামলার পলাতক আসামী। মামলার তদন্তকারী কর্মকর্তা চাতলপাড় তদন্ত কেন্দ্রর এস, আই মোঃ আব্দুর রহিম জানায়, ইতিমধ্যে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আসামী আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা