July 23, 2025, 4:36 pm

কুমিল্লায় নতুন করে আক্রান্ত ৫

১১ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,কুমিল্লা সংবাদদাতা : করোনা ভাইরাসে কুমিল্লা জেলায় আরো নতুন করে একজন স্বাস্থ্যকর্মীসহ ৫জন আক্রান্ত হয়েছে। ফলে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬ জনে। গেল ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে করোনা আক্রান্ত কোন রোগী সুস্থ্য হয়নি এবং মারাও যায়নি। কুমিল্লা জেলা করোনা সংক্রমন প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নিসর্গ মেরাজ চৌধুরী এ কথা নিশ্চিত করেছেন।
কুমিল্লা জেলা সংক্রমন প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ডা.নিসর্গ মেরাজ চৌধুরী জানান,কুমিল্লা জেলায় নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা মহানগরে ২জন, নাঙ্গলকোটে ২ জন এবং চান্দিনায় ১ জন। চান্দিনায় আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী বলে তিনি নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন অফিস জানান, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট ৩৫১৬ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৩০৯১ জনের। এর মধ্যে পজেটিভ এসেছে ১৫৬ জনের। মারা গেছে ৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জনে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা