১৪ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার :
কুমিল্লার তিতাস উপজেলায় করোনাভাইরাস মহামারির মোকাবেলা ও বেকার হতদরিদ্রদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণে এক মহান যোদ্ধার নাম মোহাম্মদ মহসীন ভাইয়া। তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়নের জনপ্রিয় সফল চেয়ারম্যান জনাব মোঃ মহসিন ভূঁইয়া। হোমনা- তিতাসের এমপি সেলিমা আহমাদ মেরির নির্দেশে ও আরেক মহান মানবিকযোদ্ধা তিতাস উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ পারভেজ হোসেন সরকারের নেতৃত্বে ও তত্ত্ববধানে মহসীন ভূইয়া দিন-রাত অসহায়, দুস্থ মানুষের খেদমত করে যাচ্ছেন। মহসিন ভূঁইয়ার নিজস্ব ইউনিয়নসহ তিতাসের প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামে দুস্থদের মাঝে ত্রান বিতরণে অংশ নিচ্ছেন। তিনি নিজস্ব অর্থায়নে বেকার হয়ে যাওয়া শ্রমিক , হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি বিভিন্ন খাদ্য পৌঁছে দিয়েছেন। সরকারি বরাদ্দের ত্রানসহ বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও শিশু খাদ্য তিনি সুষ্ঠুভাবে অব্যাহত বিতেরণ করে চলেছন। ।গত দুই মাসব্যাপী মানবসেবায় মহসিন ভূঁইয়ার ছুটছেন গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি। এক মহান যোদ্ধার নাম মহসীন ভূইয়া।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।