January 14, 2025, 7:20 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

রাণীশংকৈল উপজেলা বে-সরকারী কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ শিক্ষকদের প্রেস ব্রিফিং: মানবেতর জীবনযাপন করছে শিক্ষকরা

২০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলান আক্তার,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :চলমান Covid19 পরিস্থিতে বে-সামাল দেশের শিক্ষাখাত।
দীর্ঘ (০২)দুই মাসেরও অধিক সময় জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো’র
সব ধরনের কার্যক্রম বন্ধ।
সরকারী ও বে-সরকারী শিক্ষক’রা বাড়িতে থেকেও বেতন-বোনাস নিয়ে করোনা’র সিচুয়েশনেও অনেকটা আয়েসে
জীবন-যাপন করলেও এমন পরিস্থিতে চরম বিপাকে ও দারিদ্রতার সকল স্তরকে হার মানিয়ে মানবেতর জীবন-যাপন করছে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা’র প্রায় ৩৪ টি প্রাইভেট/কিন্ডারগার্টেন স্কুলের সাত শতাধিক শিক্ষক-কর্মচারী।
সামান্য বেতন এ চাকুরী করা এ নিরীহ শিক্ষকদের পাশে যেন আজ কেউ নেই।
মানুষ গড়ার কারিগর এ ক্ষুদ্র শিক্ষকের দিনাতিপাত,সংসার-পরিবার কেমনে চলে এই খবর নেয়ার
নেই মন্ত্রী,নেই এমপি,নেই প্রশাসন বা বিত্তবান কারো ভূমিকা।
অদ্য ২০ মে-২০২০খ্রী. রাণীশংকৈল উপজেলার কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল সমূহের অধ্যক্ষ,প্রধান শিক্ষক সহ শতাধিক শিক্ষক সাংবাদিকদের জানান তাদের এ আকুতি।
রাণীশংকৈল উপজেলা বে-সরকারী স্কুল সমিতি’র সভাপতি
ও উপজেলার খ্যাতিমান অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কালাম আজাদ, সদস্য সচিব এম সহিদুর রহমান সহ সকল প্রতিষ্ঠান প্রধান গণ সহ শতাধিক শিক্ষক তাদের অব্যক্ত ও নিদারুণ কস্টে দিনযাপনের বর্ণনা বক্তব্যে তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন সমিতি’র অন্যতম নির্বাহী সদস্য ও
অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েল,মুহা.নাজমুল হাসান,মাও.আমিরুল ইসলাম, এম খাদেমুল ইসলাম
,কালীমোহন চন্দ্র রায়।
এ সময় বক্তারা বলেন বিদ্যুৎ বিল,আাইটি বিল,টিচার’স প্যামেন্ট অব্যাহত ঘাটতির বিরাট অংশ রোধে
সরকারী প্রণোদনার একটি ক্ষুদ্র অংশ বে-সরকারী
শিক্ষাখাতে দেয়া না হলে ভেংগে পড়বে দেশব্যাপী (৫০,০০০) পঞ্চাশ হাজার কিন্ডারগার্টেন স্কুলের দশ লক্ষ শিক্ষক ও ১ কোটি মেধাবী শিক্ষার্থী।
পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানে সামর্থ্যবান অভিভাবকগণ সাহায্যের হাত বাড়ালে
একটু হলেও সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা