May 2, 2024, 5:24 am
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

করোনা চিকিৎসায় সফল অ্যাভিগান, জাপানি প্রতিষ্ঠানের দাবি

২৪ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা
নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগীদের দ্রুত সেরে উঠতে সহায়তা করছে ইনফ্লুয়েঞ্জার ওষুধ অ্যাভিগান। রোগীদের ওপর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শেষে এ দাবি করছে ওষুধটির প্রস্তুতকারক জাপানি প্রতিষ্ঠান।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ফুজিফিল্ম টোয়ামা কেমিক্যাল নামের জাপানি কোম্পানিটি সরকারের কাছে করোনা চিকিৎসায় অ্যাভিগান ওষুধটি ব্যবহারের অনুমতি চাইবে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তৃতীয় ধাপের পরীক্ষায় জাপানের ১৫৬ জন রোগীর তথ্য-উপাত্ত সংগ্রহ করে তারা। এতে দেখা যায়, অ্যাভিগান ওষুধটি ব্যবহার করে রোগীরা গড়ে ১১ দশমিক ৯ দিনে সুস্থ হয়ে উঠছেন, যেখানে প্লাসেবো ব্যবহার করে সেরে উঠতে সময় লাগে ১৪ দশমিক ৭ দিন।

এখন পরীক্ষায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিস্তারিত বিশ্লেষণ করবে প্রতিষ্ঠানটির গবেষকরা।

তবে, ওষুধটি এখনই বাজারে পাওয়া যাচ্ছে না। জাপান সরকারের অনুমতি পাওয়ার পর তা উৎপাদন ও বাজারজাত করা হবে। ‘ফাভিপিরাভির’ নামে অ্যাভিগানের ওষুধটি ২০১৪ সালে সর্দি-কাশির ওষুধ হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিল জাপান সরকার।

এর আগে করোনা মোকাবিলায় চীনেও সফলতা দেখিয়েছে অ্যাভিগান। এটি ব্যবহার করে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠছে, এমন খবর জানিয়েছিল চীনের সংবাদমাধ্যমগুলো। এ কারণে ওষুধটি নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিল জাপান সরকার। পরীক্ষায় সফল হলে বিভিন্ন দেশকে ওষুধটি বিনামূল্যে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা