০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট
ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দি এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকার এক কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ব্রিফকেস দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে ভেতরে এক নারীর লাশ দেখতে পান। আনুমানিক ৩৫ বছর বয়সি হাড্ডিসার এক নারীর দেহ ভেতরে ছিলো। মহাসড়কের পাশে কালভার্টের নিচে পানির মধ্যে যেনো লাশটি ডুবে থাকে সে জন্য ভেতরে ৫টি ইট ভরে দেওয়া হয়েছিলো।
পুলিশ সুপার আরও জানান, নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ শুরু করেছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।