১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
আসনের অতিরিক্ত যাত্রী তোলায় বিআরটিসি’র এক গাড়ি চালককে সাময়িক বরখাস্ত এবং ডিপো ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিআরটিসি’র (ঢাকা মেট্রো-ব-১১-৫৭৯৮) বাসটিতে অতিরিক্ত যাত্রী এবং মাস্ক ছাড়া যাত্রী পরিবহনের বিষয়টি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র নজরে আসে। মন্ত্রী তাৎক্ষণিক বিআরটিসি’র চেয়ারম্যানকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাসের চালক সোহরাব হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বাসটি মোহাম্মদপুর ডিপোর অধীনে পরিচালিত হওয়ায় কর্তব্যে অবহেলার জন্য ডিপো ম্যানেজার নূর-এ-আলমকে কারণ দর্শাতে বলা হয়েছে।
বিআরটিসি’র বাসে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং যাত্রী ও বাস চালক এবং সহকারীকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।