May 2, 2024, 3:44 pm
সর্বশেষ:
মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দুদকের পরিচালক থেকে মহাপরিচালক পদে পদন্নোতি পেলেন শিরিন পারভীন উপজেলা পরিষদ নির্বাচন মন্ত্রী–এমপিদের চাপে মাঠ প্রশাসন,  স্পিকারকে চিঠি দেবে ইসি মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় জনাকীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবনে চলছে কার্যক্রম

সাগরে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বঙ্গোপসাগরে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরতে পারছেন না জেলেরা। তবে অন‌্যান‌্য সামুদ্রিক মাছ ধরা পড়ছে যথেষ্ট পরিমাণে।

ইলিশ শিকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শেষে গত ৫ নভেম্বর থেকে সাগরে মাছ ধরতে যান কক্সবাজার উপকূলের জেলেরা। এখন ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন তারা। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রসহ উপকূলে মাছ বেচাকেনা জমে উঠছে।

জেলেরা জানিয়েছেন, সাগরে টুনা, পোপা, লইট্টা, রূপচাঁদা, রিটা, সুরমাসহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়লেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশের দেখা মিলছে না এখনও। চাহিদা বেশি থাকায় সামুদ্রিক মাছের দাম বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রহিম নামের এক জেলে বলেন, ‘সাগরে ইলিশ মাছ তেমন দেখা যাচ্ছে না। তবে অন্যান্য সামুদ্রিক মাছ জালে আটকা পড়ছে।’

আরেক জেলে আব্দুস শুক্কুর বলেন, ‘সাগরে সাত দিন জাল ফেলে আড়াই হাজার ইলিশ পেয়েছি। গত বছর একই সময়ে ৫ হাজারের বেশি ইলিশ পেয়েছিলাম। আশা করি, কিছুদিনের মধ্যে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়বে।’

বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের পন্টুন সামুদ্রিক মাছে সয়লাব। মৎস্য ব্যবসায়ীদের দাবি, সামুদ্রিক মাছের চাহিদা বাড়ায় দাম একটু বেশি।

ব্যবসায়ীরা জানান, অবতরণ কেন্দ্রে আগে ইলিশ মাছের দাম ছিল প্রতি কেজি ৬০০ টাকা। এখন দাম ৮০০ টাকা। রূপচাঁদা মাছ ৭০০ টাকা কেজি।

কিছুদিনের মধ্যে মাছের সরবরাহ বাড়বে বলে মনে করেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক এহছানুল হক।

কক্সবাজারে ছোট-বড় মাছ ধরার নৌযান আছে প্রায় ৭ হাজার। মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন লক্ষাধিক জেলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা