July 25, 2025, 12:12 am
সর্বশেষ:
শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ পুলিশের অভিযানে জলদস্যু সোহাগ গ্রেপ্তার হোলিস্টিক প্রোটেকশন ট্রেইনিং অন সেফটি অফ জার্নালিস্টস উইদ এ ফেমিনিস্ট অ্যাপ্রোচ

বিকিনি পরে সৈকতে ক্যাটরিনা, ভাইরাল ছবি

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মালদ্বীপে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেখান থেকেই নিজের বিকিনি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সাদা রঙের বিকিনি পরে ক্যাটরিনা যখন তার নিজের ছবি শেয়ার করেন, তা দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। ক্যাটরিনার ওই ছবি দেখে তাকে ভালোবাসা জানাতে শুরু করেন অনুরাগীরা।

মালদ্বীপে গিয়ে ‘প্যারাডাইস ফাউন্ড’ বলে ছবির সঙ্গে ক্যাপশন দিতে দেখা যায় ক্যাটরিনাকে। পরিচালক রোহিত শেট্টির ছবি সূর্যবংশীতে অভিনয় করতে দেখা যায় ক্যাটরিনাকে। লকডাউনের আগে ওই ছবির ট্রেলার সামনে আসার পর আচমকাই মুক্তি বন্ধ হয়ে যায়।

শোনা যাচ্ছে, ২০২১ সালে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফের ওই সিনেমা মুক্তি পাবে।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে ক্যাটরিনা বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা যায়। যদিও বিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। উপযুক্ত সময় এলে ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু প্রকাশ্যে আনবেন বলে আগেই জানান অভিনেত্রী।

ক্যাটরিনার পাশাপাশি বিকি কৌশলও নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমান ক্যাম্পে ফিরে আসেন ক্যাটরিনা। টাইগার জিন্দা হ্যায়, ভারত’তে সালমানে সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা