July 25, 2025, 12:10 am
সর্বশেষ:
শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ পুলিশের অভিযানে জলদস্যু সোহাগ গ্রেপ্তার হোলিস্টিক প্রোটেকশন ট্রেইনিং অন সেফটি অফ জার্নালিস্টস উইদ এ ফেমিনিস্ট অ্যাপ্রোচ

প্রেমিকের সঙ্গে জ্যাকি কন্যার ব্রেকআপ

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। প্রেমিক এবান হ্যামসের সঙ্গে ব্রেকআপ হয়েছে তার।

এবান একজন পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। গত বছর তাদের প্রেমের সম্পর্ক শুরু। এরপর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট করতেন কৃষ্ণা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে স্টোরিতে ব্রেকআপের বিষয়টি জানিয়ে জ্যাকি কন্যা লিখেছেন, ‘ফ্যান ক্লাবের সবাই অনেক চমৎকার, কিন্তু দয়াকরে এবানের সঙ্গে আমাকে কোনো কিছুতে ট্যাগ করবেন না। আমরা আর একসঙ্গে নেই। তাই দয়াকরে কোনো বিষয়ে আমাদের যুক্ত করবেন না। জনসম্মুখে আলোচনার বিষয় না হলেও আপনাদের জানিয়ে রাখছি, ধন্যবাদ।’

কৃষ্ণা ও এবান দু’জনই বেশ স্বাস্থ্য সচেতন। এবানের এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় হয়। কৃষ্ণার পরিবারও তাদের প্রেমের বিষয়টি নিয়ে ইতিবাচক ছিলেন। এক সাক্ষাৎকারে জ্যাকি কন্যা বলেন, ‘পরিবার এ বিষয়ে হস্তক্ষেপ করেন না। আমার ওপরে তাদের আস্থা আছে। সবাই বিষয়টি জানেন কিন্তু আমি একটু সময় নিচ্ছি। বর্তমানে সম্পর্কের ব্যাপারটি আমাদের মধ্যেই রাখতে চাইছি।’

কৃষ্ণা জানান, তার মা আয়েশা শ্রফও এবানের সঙ্গে দেখা করেছেন। অন্যদিকে ভাই টাইগার শ্রফও গত পাঁচ বছর ধরে তাকে চেনেন। এমনকি তারা একসঙ্গে বাস্কেটবলও খেলেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা