September 17, 2025, 10:41 pm
সর্বশেষ:
মুহূর্তের কবিতা : শাহীন রেজা কুয়েতে প্রবাসী ইলিয়াস মিয়ার মর্মান্তিক মৃত্যু: রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার তিনটি দপ্তরে দুদকের অভিযান মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে

জুয়েল হত্যা: মসজিদের মুয়াজ্জিন ৫ দিনের রিমান্ডে

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লালমনিরহাটের বুড়িমারী বন্দরে গুজব রটিয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসী বেগম রিমান্ড মঞ্জুর করেন।

সন্ধ্যায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক রাইজিংবিডিকে রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে বুড়িমারী থেকে আফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে তোলার পরে ডিবি পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আজ রিমান্ড শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওমর ফারুক বলেন, শনিবার (১৪ নভেম্বর) পাটগ্রাম উপজেলার উহারমারা এলাকা থেকে এ মামলার আরেক আসামি হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) রিমান্ড শুনানির জন্য তাকে আদালতে তোলা হবে।

গত ২৯ অক্টোবর কোরআন অবমাননার গুজব ছড়িয়ে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ, নিহতের পরিবার এবং বুড়িমারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাটগ্রাম থানায় তিনটি মামলা করা হয়েছে। এ সব মামলায় এখন পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেন, মসজিদের খাদেম জোবেদ আলীসহ চারজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা